আহত খগেনকে হাসপাতালে দেখে শঙ্কর ঘোষকেও দেখতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু বিধায়ক নিজেই আপত্তি জানান, কটাক্ষও করেন।
শিলিগুড়ি: মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মুর উপর হামলার পর তাঁকে দেখতে শিলিগুড়ির হাসপাতালে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাক্ষাৎ করে স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। কিন্তু একই ঘটনায় আহত বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হয়নি।
সেই সম্ভাব্য সাক্ষাৎ প্রত্যাখ্যান করেছেন বলে নিজেই জানিয়ে দিলেন বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর দাবি, “সকালে হাসপাতাল কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর সফরের কথা জানায়, কিন্তু আমি অনুমতি দিইনি।”
শঙ্করের বক্তব্য, “সাংসদ খগেন আইসিইউ-তে রয়েছেন, কথা বলার অবস্থায় নন। মুখ্যমন্ত্রী মাত্র এক মিনিটের জন্য তাঁর পাশে ছিলেন, সেই সময় মিডিয়া টিম ছবি ও ভিডিও তুলেছে প্রচারের উদ্দেশ্যে।” তিনি আরও বলেন, “এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নোংরা ও কুৎসিত রাজনীতির উদাহরণ।”
এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল শিবিরের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও, বিজেপি নেতারা মুখ্যমন্ত্রীর পদক্ষেপকে ‘রাজনৈতিক নাটক’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও খগেনকে দেখতে হাসপাতালে যান এবং লোকসভার স্পিকারের রিপোর্ট তলবের প্রসঙ্গ তুলে ধরেন।
রাজ্য বিজেপি ইতিমধ্যেই এনআইএ তদন্তের দাবি জানিয়েছে। শঙ্কর ঘোষের কটাক্ষ এবং মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে চাপানউতর তুঙ্গে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির উত্তাপ আরও বাড়বে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।