শিলিগুড়ি: নাগরকাটায় আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির মাটিগাড়া এলাকার একটি নার্সিংহোমে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেবিনে গিয়ে কিছুক্ষণ তাঁর সঙ্গে কথা বলেন, শারীরিক অবস্থার খোঁজ নেন এবং আশ্বাস দেন, “আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, কোনও সাহায্যের দরকার হলে বলবেন।”
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “খুব সিরিয়াস কিছু নয়। আমি ডাক্তারের রিপোর্ট দেখেছি। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওর ডায়াবেটিস আছে, সেটা নিয়ন্ত্রণে আনতে হবে।”
মুখ্যমন্ত্রীর এই সফরকে রাজনৈতিক সৌহার্দের নিদর্শন হিসেবে দেখছেন অনেকে। যদিও বিজেপির তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবু মুখ্যমন্ত্রীর এই উপস্থিতি রাজ্য রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
হাসপাতালে মুখ্যমন্ত্রীর আগমনে রোগীর আত্মীয়দের মধ্যে হুলস্থুল পড়ে যায়। নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ নার্সিংহোমে অবস্থান করে খগেন মুর্মুর পরিবারের সঙ্গেও কথা বলেন।