মালদা ও জলপাইগুড়ি: উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত নাগরাকাটায় দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাঁর সঙ্গে ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ।
মালদার সাংসদ হলেও জলপাইগুড়ির নাগরাকাটায় বিজেপির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অভিযোগ, দুর্গতদের সঙ্গে দেখা করার সময় তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় সাংসদকে ভর্তি করা হয়েছে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে।
সাংসদের রক্তাক্ত ছবি সামনে আসতেই রাজ্যজুড়ে ছড়ায় চাঞ্চল্য। উদ্বেগে তাঁর স্ত্রী মঞ্জু কিস্কু, ছেলে অনিমেষ মুর্মু সহ পরিবারের সদস্যরা মালদা থেকে রওনা দেন শিলিগুড়ির উদ্দেশ্যে। অনিমেষ জানান, এই হামলার বিষয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযোগ জানানো হবে।
ঘটনার প্রতিবাদে উত্তাল মালদা ও জলপাইগুড়ি। গাজোলের বামনগোলা মোড়ে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। উপস্থিত ছিলেন বিধায়ক চিন্ময় দেব বর্মন, জেলা সভাপতি প্রতাপ সিং।
ইংরেজবাজারের রথবাড়ি মোড়েও টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিজেপি নেতৃত্ব। বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে। বিজেপির দাবি, গণতন্ত্রের উপর আঘাত এই হামলা। রাজ্যজুড়ে প্রতিবাদে উত্তাল বিজেপি কর্মী-সমর্থকরা।