কলকাতা: উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগে প্রাণ হারানো পরিবারগুলোর পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতা বিমানবন্দর থেকে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি ঘোষণা করেন—প্রতিটি মৃতের পরিবারকে দেওয়া হবে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য এবং পরিবারের একজন সদস্যকে দেওয়া হবে হোমগার্ডের চাকরি।
মুখ্যমন্ত্রীর কথায়, “টাকা কখনও জীবনের বিকল্প হতে পারে না। এটা আমাদের তরফ থেকে সামান্য সামাজিক কর্তব্য।” তিনি আরও জানান, যাতে পরিবারগুলিকে ভবিষ্যতে কারও মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়, সেই কারণেই চাকরির ব্যবস্থা করা হচ্ছে।
এই ঘোষণার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের পরিস্থিতিকে ‘ম্যান মেড বন্যা’ বলে অভিহিত করেন। ভুটান ও সিকিম থেকে জল ছাড়ার পাশাপাশি ১২ ঘণ্টায় ৩০০ মিলিমিটার বৃষ্টিকে দায়ী করেন তিনি। পরিস্থিতি পর্যালোচনার জন্য ধূপগুড়িতে মন্ত্রী অরূপ বিশ্বাসকে আগেই পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে হাসিমারা, নাগরাকাটা ও মিরিকের ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছনোর চেষ্টা করবেন।
রাজ্য সরকারের হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৮ জন মিরিক-কালিম্পঙে এবং ৫ জন নাগরাকাটায়। মুখ্যমন্ত্রীর এই মানবিক পদক্ষেপে কিছুটা স্বস্তি পেল শোকস্তব্ধ পরিবারগুলি।