উত্তরবঙ্গের দুর্যোগকে ‘রাজ্য বিপর্যয়’ ঘোষণার দাবি সাংসদ রাজু বিস্তার, মুখ্যমন্ত্রীকে কেন্দ্রের সঙ্গে আলোচনার অনুরোধ

শিলিগুড়ি: এক রাতের টানা বৃষ্টিতে ধসে বিধ্বস্ত দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের একাধিক পার্বত্য জেলা। পাহাড়ি রাস্তা, সেতু, ঘরবাড়ি—সবই ক্ষতিগ্রস্ত। মৃতের সংখ্যা ইতিমধ্যেই ২০ ছাড়িয়েছে, নিখোঁজ বহু। এই পরিস্থিতিতে ‘রাজ্য বিপর্যয়’ ঘোষণার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন দার্জিলিঙের সাংসদ তথা বিজেপি নেতা রাজু বিস্তা।

চিঠিতে তিনি উল্লেখ করেছেন, অতিভারী বর্ষণে তরাই ও ডুয়ার্স অঞ্চলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাঁর মতে, ‘রাজ্য বিপর্যয়’ ঘোষণা করা হলে কেন্দ্রীয় সহায়তা ও ক্ষতিপূরণের পথ প্রশস্ত হবে। ২০২৩ সালের তিস্তা বন্যার সময় রাজ্য সরকার বিপর্যয় ঘোষণা না করায় বহু মানুষ সহায়তা থেকে বঞ্চিত হন—সেই অভিজ্ঞতা তুলে ধরে এবার যেন পুনরাবৃত্তি না হয়, এমন আবেদন জানিয়েছেন সাংসদ।

রাজু বিস্তার আরও অনুরোধ করেছেন, মুখ্যমন্ত্রী যেন কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসে ক্ষতিগ্রস্ত পরিকাঠামো পুনর্গঠন ও পুনর্বাসনের ব্যবস্থা করেন। ইতিমধ্যে উদ্ধারকাজে নেমেছে সেনা, এনডিআরএফ ও রাজ্য প্রশাসন। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

About The Author