প্রবল বৃষ্টি মাথায় নিয়েই পুজো কার্নিভালে মাতল শিলিগুড়ি

শিলিগুড়ি শহর যেন উৎসবের ছন্দে প্রকৃতির চোখ রাঙানিকে উপেক্ষা করেই মেতে উঠেছে। শনিবার সন্ধ্যায় প্রবল বৃষ্টির মধ্যেও শহরের বিভিন্ন পুজো কমিটির আয়োজনে অনুষ্ঠিত হল বর্ণময় পুজো কার্নিভাল। প্রতিমা, আলোকসজ্জা, বাদ্যযন্ত্র আর সাংস্কৃতিক দলের জমজমাট শোভাযাত্রা দেখতে রাস্তার দু’পাশে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। বৃষ্টিতে ভিজে গেলেও উৎসবের আনন্দে ভাটা পড়েনি।

তবে উৎসবের আবহেই চিন্তার ভাঁজ ফেলছে উত্তরবঙ্গের আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ড ও দক্ষিণ বিহারের সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পংয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শহরের প্রশাসন ও আয়োজকরা জানিয়েছেন, আবহাওয়ার সতর্কতা মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উৎসবের আনন্দ যেন কোনওভাবেই দুর্যোগে থেমে না যায়, সেই চেষ্টাই চলছে। আয়োজকদের মতে, বৃষ্টি কিছুটা অসুবিধা করলেও মানুষের উৎসাহে তার প্রভাব পড়েনি। প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। কার্নিভালের মাধ্যমে শহরবাসী একবারে বুঝিয়ে দিলেন—উৎসবের আনন্দে প্রকৃতির বাধা কখনও থামাতে পারে না।

About The Author