জুবিন গর্গের মৃত্যু রহস্য: খুনের অভিযোগ সহকর্মীর, দ্বিতীয় ময়নাতদন্তে নতুন মোড়

জুবিন গর্গের মৃত্যুতে ষড়যন্ত্রের অভিযোগ সহকর্মীর। দ্বিতীয় ময়নাতদন্তে উঠে এল নতুন তথ্য, স্ত্রী গরিমা সাইকিয়া গর্গের হাতে রিপোর্ট তুলে দিল অসম CID।

গুয়াহাটি: সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে এখনও দোলা দিয়ে যাচ্ছে সেই প্রশ্ন—জুবিন গর্গের মৃত্যু কি নিছকই দুর্ঘটনা, না এর পেছনে লুকিয়ে রয়েছে গভীর ষড়যন্ত্র? সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় তাঁর মৃত্যু নিয়ে প্রথম থেকেই রহস্যের আবরণ ঘনীভূত হচ্ছিল।

সহকর্মীর অভিযোগ, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহান্ত বি/ষ খাইয়ে হ/ত্যা করার প্রবল সম্ভাবনা। মৃ/ত্যুকে দু/র্ঘটনা হিসেবে সকলের সামনে প্রতিস্থাপন করার ষড়/য/ন্ত্র করেছেন। এবার সেই রহস্য আরও ঘনীভূত হল দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসার পর।

অসম CID-এর বিশেষ তদন্তকারী দল (SIT) সম্প্রতি জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গের হাতে রিপোর্টটি হস্তান্তর করেছে। গরিমা জানিয়েছেন, তিনি রিপোর্টটি তদন্তকারী অফিসারকে ফেরত দিয়েছেন, কারণ এটি ব্যক্তিগত সম্পত্তি নয়, বরং চলমান তদন্তের অংশ। তাঁর স্পষ্ট বক্তব্য— “যদি কেউ অন্যায়ের জন্য দোষী প্রমাণিত হয়, তবে তাকে চূড়ান্ত শাস্তি পেতে হবে।”

অন্যদিকে, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং শো আয়োজক শ্যামকানু মহন্তের বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। অভিযোগ, শর্মা পার্টিতে বিদেশি মদের ব্যবস্থা করেছিলেন এবং জুবিন সেই মদ পান করার পরই স্কুবা ডাইভিংয়ে অংশ নেন। এক প্রত্যক্ষদর্শীর দাবি, “যেতে দাও”—এই কথাটিই নাকি শর্মা বলেছিলেন জুবিনের শ্বাসকষ্টের সময়।

অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনে CBI তদন্তের আবেদনও করা হবে। জুবিনের পরিবার ও ভক্তরা চাইছেন, এই মৃত্যু যেন ‘দুর্ঘটনা’ বলে ধামাচাপা না পড়ে। তাঁরা চাইছেন, জুবিন যেন প্রকৃত ন্যায়বিচার পান।

About The Author