অধিনায়ক হিসেবে রোহিত যুগের অবসান। গিলের নেতৃত্বেই অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা BCCI-র!
ভারতীয় ক্রিকেটে এক যুগের অবসান ঘটল। দীর্ঘদিন ধরে এক দিনের দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসা রোহিত শর্মা এবার নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন।
অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত ওয়ানডে স্কোয়াডে নতুন অধিনায়ক হিসেবে উঠে এলেন তরুণ ব্যাটসম্যান শুভমন গিল। জাতীয় নির্বাচকদের এই সিদ্ধান্তে ক্রিকেট মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
রোহিতের নেতৃত্বে ভারত বহু স্মরণীয় জয় পেয়েছে, কিন্তু সময়ের দাবি মেনে ভবিষ্যতের কথা ভেবে এবার দায়িত্ব তুলে দেওয়া হল গিলের হাতে। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন শ্রেয়স আইয়ার, যিনি সাম্প্রতিক এশিয়া কাপের দল থেকে বাদ পড়লেও এবার নতুন করে সুযোগ পেলেন নিজেকে প্রমাণ করার।
রোহিত এবং বিরাট কোহলি দু’জনেই দলে রয়েছেন, তবে নেতৃত্বের ভার এবার তরুণদের হাতে। ১৯ অক্টোবর থেকে শুরু হতে চলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গিলের নেতৃত্বে মাঠে নামবে ভারত। নির্বাচকরা ২০২৭ বিশ্বকাপকে মাথায় রেখে এই রদবদল করেছেন বলে জানা গেছে।
এই সিদ্ধান্ত শুধু নেতৃত্ব বদলের বার্তা নয়, বরং ভবিষ্যতের জন্য প্রস্তুতির সূচনা। শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় দল কতটা সফল হয়, তা সময়ই বলবে। তবে রোহিতের যুগ যে শেষ, তা আজ স্পষ্ট।