ট্রফি ছাড়াই উদযাপন! প্রতিবাদে সরব সূর্য; ভারতকে ‘অসম্মানকারী’ বললেন পাক অধিনায়ক

খেলার মাঠেও অপারেশন সিঁদুর! এমনই প্রতিক্রিয়া ছিল ভারতের প্রধানমন্ত্রীর। ২০২৫ এশিয়া কাপের ফাইনাল শুধু ক্রিকেটীয় লড়াই নয়, হয়ে উঠল দুই দেশের রাজনৈতিক সংঘাত। পাকিস্তানকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হলেও ট্রফি গ্রহণে অস্বীকৃতি জানায় সূর্যকুমার যাদবের দল।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির হাত থেকে ট্রফি না নেওয়ার সিদ্ধান্তে শুরু হয় বিতর্ক। ভারতীয় বোর্ড আগেই জানিয়ে দেয়, তারা কোনো পাকিস্তানি মন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেবে না। ফলত, পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিলম্বিত হয়, এবং ভারতীয় দল ট্রফি ছাড়াই উদযাপন করে। অন্যদিকে, পাক মন্ত্রী ট্রফি নিয়েই ফিরে যান বলে খবর।

ম্যাচ শেষে এই নিয়ে সাংবাদিক সম্মেলনে সূর্য বলেন, “চ্যাম্পিয়ন হয়েও ট্রফি না পাওয়া—এমন ঘটনা আমি জীবনে দেখিনি। তবে আমার দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরাই আসল ট্রফি।” তিনি ম্যাচ ফি দান করেন ভারতীয় সেনা ও পহেলগাঁও হামলায় নিহতদের পরিবারকে।

অন্যদিকে, পাকিস্তান অধিনায়ক সলমন আঘা তীব্র ভাষায় বলেন, “ভারত শুধু আমাদের নয়, গোটা ক্রিকেটকে অসম্মান করেছে। ক্রিকেটারদের রোল মডেল হওয়া উচিত, এমন আচরণ ছোটদের কী বার্তা দেবে?” তিনি জানান, পাকিস্তান দল ম্যাচ ফি দান করবে ‘অপারেশন সিঁদুর’-এ নিহত সাধারণ নাগরিকদের পরিবারকে।

এদিকে, এক সাংবাদিক পাক-অধিনায়ককে জিজ্ঞেস করেন, কেন তাঁরা বারবার হেরে যান, সেই নিয়ে আঘা বলেন, এখন হয়ত ভারতের এরা চলছে, তাই ওরা জিতে যাচ্ছে। দেখুন ভিডিও

About The Author