‘অপারেশন সিঁদুর’-এর ছায়ায় এশিয়া কাপে ভারতের প্রতিবাদী সেলিব্রেশন

পাক মন্ত্রীর হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি, ‘অপারেশন সিঁদুর’-এর বার্তা মাঠে প্রতিফলিত করল ‘টিম ইন্ডিয়া’ও।

এশিয়া কাপের ফাইনাল শুধু ক্রিকেটীয় উত্তেজনার নয়, রাজনৈতিক বার্তারও মঞ্চ হয়ে উঠল। আবু ধাবির মাঠে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও ভারতীয় দল ট্রফি গ্রহণে অস্বীকৃতি জানায়।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মোহসিন নকভির হাত থেকে ট্রফি না নেওয়ার সিদ্ধান্ত ছিল পূর্বনির্ধারিত—যা ‘অপারেশন সিঁদুর’-এর প্রতীকী প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।

পহেলগামের জঙ্গি হামলার পর ভারতীয় সেনার পাল্টা অভিযানের নাম ছিল ‘অপারেশন সিঁদুর’। সেই আবেগেই অধিনায়ক সূর্যকুমার যাদব ম্যাচটি উৎসর্গ করেন শহীদ সেনাদের উদ্দেশে। ট্রফি না নেওয়ার সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের অবস্থান ছিল স্পষ্ট—জাতীয় সম্মান ও সেনাদের প্রতি শ্রদ্ধার প্রশ্নে কোনো আপস নয়।

ম্যাচের শেষে কেবল ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করেন টিলক বর্মা ও অভিষেক শর্মা। দলগত ট্রফি ও মেডেল প্রত্যাখ্যান করে ভারতীয় দল এক ঘন্টা দেরি করায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী মোদী এক্সে লেখেন, “ময়দানে অপারেশন সিঁদুর। দুইয়ের ফলই এক, ভারত জিতেছে।” এই প্রতিবাদী উদযাপন ইতিহাসে জায়গা করে নিল।

About The Author