বিজয়ের জনসভায় অঘটন! মৃতের সংখ্যা বেড়ে ৪০। শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদীর।
তামিলনাড়ুর কারুরে অভিনেতা তথা রাজনৈতিক নেতা ‘থালাপতি’ বিজয়ের জনসভা পরিণত হল ভয়াবহ মৃত্যুমিছিলে। শনিবার সন্ধ্যায় তামিলাগা ভেট্রি কাজাগম (TVK)-এর সভায় অতিরিক্ত জনসমাগমের জেরে পদপিষ্ট হয়ে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। মৃতদের মধ্যে রয়েছেন শিশুও। আহত হয়েছেন শতাধিক, যাদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়ের আগমন ঘিরে উত্তেজনা চরমে পৌঁছায়। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে সভাস্থলে পৌঁছন তিনি, ফলে জনতার চাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিজয়ের মিছিল শুরু হতেই ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে পড়েন অনেকে, শুরু হয় হুড়োহুড়ি। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, পদপিষ্ট হয়ে পড়ে যান বহুজন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন গভীর শোক প্রকাশ করেছেন। কারুর হাসপাতাল সূত্রে আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনায় প্রশাসনিক প্রস্তুতির অভাব ও জননিয়ন্ত্রণে গাফিলতির অভিযোগ উঠেছে। বিজয়ের রাজনৈতিক উত্থানের মোড় ঘুরিয়ে দিল এই মর্মান্তিক ঘটনা।