যদি পোড়া হ্যাঙ্গার আর ভাঙা রানওয়েই বিজয়ের নিশান হয়, তবে পাকিস্তান নিশ্চিন্তে বিজয়োৎসব চালিয়ে যেতে পারে। জাতি সংঘে পাক-প্রধানমন্ত্রীর মিথ্যে দাবি নিয়ে উপহাস করলেন ভারতের কূটনীতিক।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র কূটনৈতিক বিতর্ক। অপারেশন সিন্দুর প্রসঙ্গে তিনি দাবি করেন, ভারত ‘অপ্ররোচিত আগ্রাসন’ চালিয়েছে এবং পাকিস্তানের সেনাবাহিনী ‘অসাধারণ পেশাদারিত্বে’ তা প্রতিহত করেছে। তাঁর এই মন্তব্যকে ‘নাটকীয়’ ও ‘জঙ্গিবাদকে মহিমান্বিত করার চেষ্টা’ বলে কটাক্ষ করেছে ভারত।
ভারতের তরফে কূটনীতিক পেটাল গাহলট পাল্টা জবাবে বলেন, “জঙ্গিবাদ পাকিস্তানের বিদেশনীতির কেন্দ্রে রয়েছে।” তিনি পাকিস্তানের ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর মতো জঙ্গি সংগঠনকে রক্ষা করার অভিযোগ তোলেন এবং স্মরণ করিয়ে দেন, পাকিস্তানই একসময় ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল।
গাহলট আরও বলেন, “যদি ধ্বংস হওয়া রানওয়ে আর পোড়া হ্যাঙ্গারকে জয় বলে মনে হয়, পাকিস্তান তা উপভোগ করতেই পারে।” তাঁর বক্তব্যে স্পষ্ট, ভারত জঙ্গি ও তাদের মদতদাতাদের মধ্যে কোনও পার্থক্য করে না—উভয়কে একইভাবে জবাব দেওয়া হবে।