‘ভারতের সাতটি যুদ্ধবিমান ধুলোয় মিশিয়ে দিয়েছি’, জাতিসংঘে বিস্ফোরক দাবি পাক-প্রধানমন্ত্রীর

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে শুক্রবার এক বিস্ফোরক বক্তব্য রাখলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ভারতের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে তিনি বলেন, “আমরা ভারতের সাতটি যুদ্ধবিমান ধুলোয় মিশিয়ে দিয়েছি। ওগুলো এখন কেবল স্ক্র্যাপ আর স্মৃতি।” তাঁর এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

শেহবাজ শরিফ দাবি করেন, এপ্রিলে জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার পর পাকিস্তান ভারতকে যৌথ তদন্তের প্রস্তাব দিয়েছিল। কিন্তু ভারত সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে পাকিস্তানি ভূখণ্ডে হামলা চালায়। তার জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায়, যা ভারত কখনো ভুলবে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “পাকিস্তানের আত্মরক্ষার অধিকার রয়েছে। ভারতের আগ্রাসনের জবাবে আমরা যা করেছি, তা ইতিহাস মনে রাখবে।” পাশাপাশি হিন্দুত্ববাদকে ‘বিশ্বের জন্য হুমকি’ বলেও অভিহিত করেন পাক প্রধানমন্ত্রী।

শেহবাজ শরিফের এই বক্তব্যে উঠে আসে সিন্ধু নদ চুক্তি লঙ্ঘনের প্রসঙ্গ, যা পাকিস্তান যুদ্ধ হিসেবে বিবেচনা করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রশংসা করে তাঁকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার কথাও জানান।

এই বক্তব্যকে ঘিরে ভারতীয় কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই একে রাজনৈতিক নাটক বলেই মনে করছেন, যেখানে যুদ্ধোন্মাদনা ও আন্তর্জাতিক মঞ্চে মনোযোগ পাওয়ার চেষ্টা স্পষ্ট।

About The Author