‘স্বৈরশাসনের দিন শেষ! বাংলাদেশ এগোচ্ছে সংস্কারের পথে’: ইউনূস

জাতিসংঘে মুহাম্মদ ইউনূস বললেন, বাংলাদেশ আর স্বৈরশাসনের পথে ফিরবে না; সংস্কার ও গণতন্ত্রই ভবিষ্যতের পথ।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে শুক্রবার রাতে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর বক্তব্যে উঠে আসে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনের দৃঢ় অঙ্গীকার।

তিনি বলেন, ‘বাংলাদেশ আর কখনও স্বৈরশাসনের পথে ফিরবে না।’ ২০২৪ সালের জুলাইয়ে তরুণদের নেতৃত্বে যে গণ-অভ্যুত্থান হয়েছিল, তা স্বৈরাচারকে পরাজিত করে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রের ভিত্তি গড়ে দেয়।

সেই আন্দোলনের ধারাবাহিকতায় গঠিত অন্তর্বর্তী সরকার এখন ১১টি স্বাধীন সংস্কার কমিশনের মাধ্যমে বিচার, প্রশাসন, নির্বাচন, দুর্নীতি দমনসহ নানা খাতে টেকসই পরিবর্তন আনতে কাজ করছে।

ড. ইউনূস জানান, ৩০টিরও বেশি রাজনৈতিক দলকে নিয়ে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে ‘জুলাই ঘোষণা’ এসেছে, যেখানে সব দল সংস্কার বাস্তবায়নের সময়বদ্ধ অঙ্গীকার করেছে।

তিনি আশ্বাস দেন, আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক, এই সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে। তাঁর ভাষণে ১৯৭১ সালের রক্তক্ষয়ী সংগ্রামের স্মৃতিচারণ করে তিনি বলেন, “এই জাতি আর কখনও গণতন্ত্র হারাবে না”।

About The Author