কলকাতা: চতুর্থীর সকালে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর উদ্বোধন করতে এসে ফের ‘সোনার বাংলা’ গড়ার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাঙালির আবেগে শান দিয়ে তিনি বলেন, “আমি দুর্গা মায়ের কাছে প্রার্থনা করেছি, আগামী নির্বাচনের পর বাংলায় এমন সরকার তৈরি হবে যা সোনার বাংলা নির্মাণ করবে।” তাঁর এই মন্তব্যে রাজনৈতিক বার্তা স্পষ্ট—পরিবর্তনের ইঙ্গিত।
শাহের মতে, বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং বিদ্যাসাগরের মতো মনীষীদের অবদান আজও দেশের পথপ্রদর্শক। তিনি বলেন, “আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। তাঁর অবদান কেউ ভুলতে পারবে না।” এই প্রসঙ্গ তুলে ধরে তিনি বাংলার শিক্ষা ও সংস্কৃতির ঐতিহ্যকে স্মরণ করেন।
বিজেপি কাউন্সিলর সজল ঘোষের উদ্যোগে আয়োজিত এই পুজোর মঞ্চে দাঁড়িয়ে শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকশিত ভারতের স্বপ্নের সঙ্গে বাংলার ভবিষ্যতকে যুক্ত করেন। তাঁর ভাষণে উঠে আসে সুজলাং সুফলাং বাংলার কল্পনা, যা কবিগুরুর ভাবনার সঙ্গে সাযুজ্যপূর্ণ।
তবে এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বিদ্যাসাগরের প্রসঙ্গ তুলে শাহকে নিশানা করেছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় বিদ্যাসাগর কলেজে মূর্তি ভাঙার ঘটনার পুনরুল্লেখ করে শাসক শিবির আবারও আক্রমণ শানিয়েছে।