কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে শর্তসাপেক্ষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের একক বেঞ্চ বৃহস্পতিবার এই জামিন মঞ্জুর করে।
যদিও জামিনে স্বস্তি মিললেও পুজোর আগেই জেল ছাড়ার সম্ভাবনা নেই তাঁর। আদালতের নির্দেশ অনুযায়ী, পার্থকে পাসপোর্ট জমা রাখতে হবে, সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করা যাবে না এবং তদন্তে সহযোগিতা করতে হবে। মোবাইল নম্বর পরিবর্তন নিষিদ্ধ, বিধায়ক বা কোনও সরকারি পদেও আপাতত কাজ করতে পারবেন না তিনি।
তবে কেন জেলমুক্তি নয়? জানা গিয়েছে, যেসব মামলায় এখনও চার্জ গঠন হয়নি, সেগুলির প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মুক্তি মিলবে না। সাক্ষ্যগ্রহণও শেষ করতে হবে। ফলে আইনি জটিলতায় পুজোর আগেই বাড়ি ফেরা সম্ভব নয় পার্থর।
বর্তমানে তিনি বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসাধীন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, এক মাসের মধ্যে তাঁর জেলমুক্তির সম্ভাবনা রয়েছে। এই জামিন আদেশকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে।
- সিবিআই মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, তবে পুজোর আগেই জেলমুক্তি মিলছে না।