টিম | ইনিংস | রান / উইকেট | ওভার |
---|---|---|---|
🇮🇳 ভারত | প্রথম | ১৬৮/৬ | ২০.০ ওভার |
🇧🇩 বাংলাদেশ | দ্বিতীয় | ১২৭ অলআউট | ১৯.৩ ওভার |
৪১ রানে জয়ী ভারত | পৌঁছল ফাইনালে |
এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিল ভারত। সুপার ফোরে টানা দুই জয়ে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল প্রথম দল হিসেবে ট্রফির ম্যাচে পৌঁছে গেল। বাংলাদেশের বিরুদ্ধে ৪১ রানে জয় নিশ্চিত করল ভারতের ফাইনাল টিকিট। যদিও সুপার ফোরে এখনও একটি ম্যাচ বাকি রয়েছে।
এই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬৮ রান তোলে ভারত। অভিষেক শর্মার ৭৫ রানের ঝোড়ো ইনিংস এবং হার্দিক পাণ্ডিয়ার শেষ মুহূর্তের ক্যামিও মিলিয়ে বাংলাদেশকে দেওয়া হয় ১৬৯ রানের লক্ষ্য। যদিও পিচ ছিল ব্যাটিং সহায়ক, ভারতীয় বোলাররা শুরু থেকেই চাপ তৈরি করেন। বুমরার আগুনে স্পেল এবং স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশ ১৯.৩ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায়।
তবে ম্যাচ জিতেও কিছু অস্বস্তি থেকেই গেছে। একাধিক ক্যাচ ফসকেছে ভারত, যা আগের পাকিস্তান ম্যাচেও দেখা গিয়েছিল। ফাইনালের আগে এই ফিল্ডিং ত্রুটি নিয়ে ভাবনা শুরু হয়েছে টিম ম্যানেজমেন্টে। এদিকে, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ কার্যত সেমিফাইনালে পরিণত হয়েছে। যে দল জিতবে, ফাইনালে ভারতের মুখোমুখি হবে।
- এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিল ভারত। বাংলাদেশের বিরুদ্ধে জয়েই নিশ্চিত সূর্যকুমারদের টিকিট, সুপার ফোরে আরও এক ম্যাচ বাকি।