আজ সন্ধ্যায় এশিয়া কাপে সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচ—ভারত বনাম বাংলাদেশ। কে হাসবে শেষ হাসি?
এশিয়া কাপের সুপার ফোর পর্বে আজ মুখোমুখি ভারত ও বাংলাদেশ। দুবাইয়ের গরম আবহাওয়ার মাঝে দুই প্রতিবেশী দেশের ক্রিকেটাররা নামছেন সম্মান ও শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।
টিম ইন্ডিয়া ইতিমধ্যেই পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে, অন্যদিকে বাংলাদেশ চাইছে নিজেদের হারানো ছন্দ ফিরে পেতে।
ম্যাচের আগে দুই শিবিরেই চলছে কৌশলগত প্রস্তুতি। ভারতের ব্যাটিং লাইনআপে রোহিত, শুভমন, কোহলিরা রয়েছেন দুরন্ত ফর্মে। বাংলাদেশের পক্ষে নজর থাকবে সাকিব, লিটন ও মেহেদি হাসানের উপর। পিচ রিপোর্ট বলছে, প্রথমে ব্যাট করলে ১৮০-১৯০ রানের লক্ষ্যমাত্রা আদর্শ হতে পারে।
দর্শকদের উত্তেজনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় চলছে জল্পনা—কে জিতবে আজকের লড়াই? ম্যাচের ফলাফল যেমনই হোক, উপমহাদেশের ক্রিকেটপ্রেমীরা আজ সন্ধ্যায় চোখ রাখবেন স্ক্রিনে।
- এশিয়া কাপে আজ সুপার ফোরে মুখোমুখি ভারত ও বাংলাদেশ। উত্তেজনায় ফুটছে দুবাইয়ের মাঠ, নজর দুই দলের তারকাদের উপর।

