প্রথমবার জাতীয় পুরস্কারে সম্মানিত রানি, শাহরুখ, সঙ্গী বিক্রান্ত! উচ্ছ্বসিত বলিউড

নয়াদিল্লি: অভিনয় জীবনের তিন দশক পেরিয়ে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হলেন বলিউডের দুই মহাতারকা—রানি মুখার্জি ও শাহরুখ খান।

মঙ্গলবার দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ৭১ তম অনুষ্ঠানের জাতীয় পুরস্কার গ্রহণ করেন তাঁরা। রানি পেয়েছেন সেরা অভিনেত্রীর সম্মান ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে এক মায়ের লড়াইয়ের চরিত্রে অভিনয়ের জন্য।

ছবিটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি, যেখানে এক ভারতীয় মা তার সন্তানদের হেফাজতের জন্য বিদেশি আইনি ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেন।

অন্যদিকে, শাহরুখ খান পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার ‘জওয়ান’ ছবিতে তাঁর অভিনয়ের জন্য। দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম জাতীয় পুরস্কার পেয়ে আবেগে ভেসেছেন কিং খান। একইসঙ্গে বিক্রান্ত ম্যাসিও ‘টুয়েলভথ ফেল’ ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পেয়েছেন।

এই পুরস্কারপ্রাপ্তি শুধু তাঁদের ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং বলিউডে বিষয়নির্ভর অভিনয়ের প্রতি জাতীয় স্বীকৃতির প্রতিফলন।

  • প্রথমবার জাতীয় পুরস্কার পেলেন রানি মুখার্জি ও শাহরুখ খান। রাষ্ট্রপতির হাত থেকে সম্মান গ্রহণে আবেগঘন মুহূর্ত।

About The Author