যে ফুল লাগে পূজার কাজে সে ফুল দিয়ে দেহ সাজে! পঞ্চভূতে বিলীন Zubeen Garg

গুয়াহাটি: থরে থরে চন্দনকাঠ দিয়ে সাজানো অন্তিম শয্যায় শায়িত ছিলেন জুবিন গর্গের নিথর দেহ। যেন তাঁরই গাওয়া গানের লাইন—“ইয়ে দিল জায়ে পাথর কা, না ইসমে কোই হলচল হে!” বাস্তবের মঞ্চে নেমে এল এক চিরন্তন নীরবতা।

২৩ সেপ্টেম্বর কামারকুচি গ্রামের শ্মশানে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। বৈদিক মন্ত্রোচ্চারণের মাঝে, হাজার হাজার অনুরাগীর চোখে জল নিয়ে বাজে তাঁর প্রিয় গান “মায়াবিনী”—যেটি তিনি নিজেই বলেছিলেন, মৃত্যুর পর যেন গোটা অসম গায়।

জুবিন ছিলেন নিঃসন্তান। তাই মুখাগ্নি করেন তাঁর ছোট বোন পামী বড়ঠাকুর। পাশে ছিলেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী অরুণ গর্গ এবং কবি-গীতিকার রাহুল গৌতম শর্মা।

অসম পুলিশ তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে গান স্যালুট দেয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, এবং সাবেক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল উপস্থিত ছিলেন শ্রদ্ধা জানাতে।

জুবিনের শেষযাত্রা শুরু হয় গুয়াহাটির অরুণ ভগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্স থেকে, যেখানে তাঁর মরদেহ রাখা হয়েছিল দুই দিন ধরে ভক্তদের শ্রদ্ধা জানানোর জন্য। শুধু একজন শিল্পীর নয়, এক যুগের, এক আন্দোলনের, এক আবেগের অন্তিম বিদায়।

About The Author