নবরাত্রির সূর্যোদয় থেকেই দেশজুড়ে ‘সস্তা হবে পণ্য, নতুন জিএসটি চালুর ঘোষণা মোদীর

নয়াদিল্লি: নবরাত্রির প্রথম দিন থেকেই দেশজুড়ে শুরু হচ্ছে ‘সাশ্রয় উৎসব’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা করেন, ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি কাঠামো কার্যকর হবে। এই কাঠামো অনুযায়ী, অনেক নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর কর কমানো হয়েছে, কিছু ক্ষেত্রে সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে।

খাদ্যপণ্য, ওষুধ, সাবান, জীবনবিমা, স্বাস্থ্য পরিষেবা—এই সব ক্ষেত্রেই সাধারণ মানুষ সাশ্রয়ের সুবিধা পাবেন। পূর্বের ৫%, ১২%, ১৮% ও ২৮% কর স্ল্যাবের পরিবর্তে এখন থেকে শুধুমাত্র ৫% ও ১৮% হারে কর নেওয়া হবে। এর ফলে পণ্যের দাম কমবে, সঞ্চয় বাড়বে এবং আত্মনির্ভর ভারতের পথে আরও এক ধাপ এগোবে দেশ।

প্রধানমন্ত্রী বলেন, “স্বদেশি পণ্যের মান ও গৌরব বিশ্বে ছড়িয়ে দিতে হবে। স্বাধীনতা আন্দোলনের মতোই উন্নয়নের পথেও স্বদেশি মন্ত্রই শক্তি জোগাবে।”

  • নবরাত্রির সূচনায় নতুন জিএসটি কাঠামো চালু। পণ্যের দাম কমবে, দেশবাসীর সাশ্রয় বাড়বে। জাতির উদ্দেশে ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর।

About The Author