নয়াদিল্লি: রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের ভিডিও বার্তায় ভাষণ দেওয়ার অনুমতি সংক্রান্ত প্রস্তাবে সমর্থন জানাল ভারত। এদিকে যুক্তরাষ্ট্র প্যালেস্তাইনের প্রতিনিধিদের ভিসা প্রত্যাখ্যান করে।
১৯৩ সদস্যের মধ্যে ১৪৫টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, ৫টি বিপক্ষে এবং ৬টি দেশ বিরত থাকে। যুক্তরাষ্ট্র ও ইজরায়েল এই প্রস্তাবের বিরোধিতা করে, তবে ভারত সমর্থন করে।
প্রস্তাবে বলা হয়েছে, ২৫ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ বিতর্কে মাহমুদ আব্বাসের প্রাক-রেকর্ড করা ভিডিও বার্তা বাজানো হবে, যা একজন প্রতিনিধি উপস্থিত থেকে উপস্থাপন করবেন।
এছাড়া, ২২ সেপ্টেম্বর প্যালেস্তাইন প্রশ্নে শান্তিপূর্ণ সমাধান সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনেও ভিডিও বার্তার মাধ্যমে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।
প্রস্তাবে আরও বলা হয়েছে, ভবিষ্যতে যদি প্যালেস্তাইনের প্রতিনিধিদের অংশগ্রহণে বাধা আসে, তাহলে তারা ভিডিও বার্তা বা ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখতে পারবে। বর্তমানে প্যালেস্তাইন রাষ্ট্রসংঘে “অবজারভার রাষ্ট্র” হিসেবে স্বীকৃত, যার ভোটাধিকার নেই।
উল্লেখযোগ্যভাবে, ১৯৮৮ সালে ভারত প্রথম দিকের দেশগুলোর মধ্যে ছিল যারা প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, এবং দুই-রাষ্ট্র সমাধানের প্রতি ভারতের সমর্থন বরাবরই দৃঢ় থেকেছে।