‘ভাষা হারিয়ে ফেলেছি’—জুবিন গর্গের মৃত্যুতে শোকবার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: অসমের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। প্রধানমন্ত্রী এক্স (পূর্বতন টুইটার)-এ লেখেন, “জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে আমি স্তম্ভিত। তিনি তাঁর সঙ্গীতের সমৃদ্ধ অবদানের জন্য চিরস্মরণীয় থাকবেন। তাঁর গান সব শ্রেণির মানুষের মধ্যে জনপ্রিয় ছিল। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা। ওম শান্তি”।

জুবিন গর্গের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সারা দেশে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “আজ অসম হারাল তার প্রিয় সন্তানকে। ভাষা হারিয়ে ফেলেছি।” জুবিন গর্গের সঙ্গীত শুধু বিনোদন নয়, অসমের সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি ছিল। তাঁর কণ্ঠস্বর, মানবিকতা এবং সংস্কৃতির প্রতি ভালোবাসা চিরকাল স্মরণীয় থাকবে।

  • জুবিন গর্গের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর সঙ্গীতের অবদান ও জনপ্রিয়তা স্মরণ করে জানালেন গভীর সমবেদনা।

About The Author