অসমের জনপ্রিয় গায়ক জুবিন গর্গ আর নেই। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৫২।
উদ্ধারকর্মীরা তাঁকে সমুদ্র থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আইসিইউ-তে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। জুবিন গর্গ সিঙ্গাপুরে উত্তর-পূর্ব উৎসবে অংশ নিতে গিয়েছিলেন। আজই তাঁর পারফরম্যান্স ছিল নির্ধারিত।
অহমিয়া, বাংলা এবং হিন্দি গানে তাঁর অবদান অনস্বীকার্য। ‘ইয়া আলি’ গান দিয়ে বলিউডে তুমুল জনপ্রিয়তা পান। তাঁর অকাল প্রয়াণে সঙ্গীত মহলে নেমেছে শোকের ছায়া। ভক্তদের মধ্যে ছড়িয়েছে গভীর উদ্বেগ ও বিষাদ।
- সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারালেন অসমের জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। তাঁর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীত মহল।