জলপাইগুড়ি: “সীমা ছাড়িয়ে গেলে শ্রীকৃষ্ণের রূপ নেবো, বলব—মার অর্জুন মার”, জলপাইগুড়িতে বিডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস। প্রাপ্য টাকা না পাওয়ার অভিযোগ, দরকার পড়লে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি।
অভিযোগ, রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি গ্রামপঞ্চায়েতের জন্য বরাদ্দ টাকা প্রধানদের হাতে পৌঁছায়নি। বৃহস্পতিবার দুপুরে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের নেতৃত্বে পাহাড়পুর, বারপাটিয়া, পাতকাটা, অরবিন্দ ও বেলাকোবা গ্রামপঞ্চায়েতের প্রধান ও সদস্যরা বিডিও অফিসে গিয়ে সরাসরি অভিযোগ তুলে ধরেন। কৃষ্ণ দাস বলেন, এই নিয়ে দীর্ঘদিন ধরেই টালবাহানা চলছিল, তাই এদিন বিডিও অফিসের দ্বারস্থ হন। স্মারকলিপি জমা দেওয়ার পর তিনি জানান, উত্তেজনার কিছু হয়নি, শুধু টাকা না পাওয়ার বিষয়টি জানাতে গিয়েছিলেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, বিষয়টি সমাধান না হলে আদালতের দ্বারস্থ হবেন।
অন্যদিকে, বিডিও মিহির কর্মকার জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে বরাদ্দ অর্থ ইতিমধ্যেই সমস্ত পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্টদের তা জানানো হয়েছে।