‘পুজোর অনুদান পেয়েছেন, তাই চাঁদা চাইতে আসবেন না’, গেটে পোস্টার মহিলার

দুর্গাপুজো উপলক্ষে চাঁদার জুলুমবাজির অভিযোগ! অভিনব প্রতিবাদ জানালেন এক মহিলা। বাড়ির গেটের সামনে সাঁটিয়ে দিলেন পোস্টার।

পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বাসিন্দা সুজাতা মাইতি। তাঁর বাড়ির সামনে সাঁটানো পোস্টারে লেখা, “দিদি ১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন, আর চাঁদা চেয়ে লজ্জা দেবেন না।”

রাজ্য সরকারের তরফে প্রতি পুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। সুজাতার প্রশ্ন— এই অনুদান থাকা সত্ত্বেও কেন সাধারণ মানুষের কাছে চাঁদা চাওয়া হচ্ছে?

তিনি অবশ্য বলেন, “যাঁরা যোগ্য, তাঁরা পাঁচ বছর ধরে চাকরি পাচ্ছেন না। তাঁদের জন্য বরাদ্দ টাকা কাজে লাগানো হোক।”

এই পোস্টার ঘিরে এলাকায় শুরু হয়েছে চাপানউতোর। কেউ বলছেন, প্রতিবছর ক্লাবগুলি ২-২.৫ হাজার টাকা চাঁদা চায়, কেউ আবার দাবি করছেন অনুদান না পাওয়ার কথা— যা পরে মিথ্যা প্রমাণিত হয়েছে।

২০১৮ সাল থেকে শুরু হওয়া এই অনুদান প্রথা নিয়ে বরাবরই বিতর্ক রয়েছে। তবে সুজাতা মাইতির প্রতিবাদ এবার নতুন মাত্রা যোগ করল পুজোর চাঁদা সংস্কৃতিতে।

  • “দিদি দিয়েছেন ১ লক্ষ টাকা, তবু চাঁদা চাইছেন কেন? মহিষাদলে মহিলার প্রতিবাদী পোস্টার ঘিরে চর্চা

About The Author