কলকাতা: এশিয়া কাপ ২০২৫-এ ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়েছিল আগেই। বাইশ গজে পাকিস্তানকে হারিয়ে ভারতীয় দল জবাব দিয়েছে ব্যাট-বলেই। তবে ম্যাচ শেষে করমর্দন এড়িয়ে সরাসরি ড্রেসিংরুমে চলে যান সূর্যকুমার যাদব ও তাঁর সতীর্থরা।
এই সৌজন্য বর্জনের ঘটনায় বিতর্ক ছড়ালেও সৌরভ গঙ্গোপাধ্যায় বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য না করে স্পষ্ট বার্তা দিলেন— “সন্ত্রাসবাদ বন্ধ হওয়া উচিত, খেলা নয়। দুই দেশের আরও অনেক কিছু আছে, বন্ধ হলে সেগুলোও বন্ধ হওয়া উচিত।”
সৌরভের এই মন্তব্যে ফুটে উঠেছে কূটনৈতিক সংযম ও খেলাধর্মী দৃষ্টিভঙ্গি। তিনি মনে করিয়ে দিলেন, খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, তা হতে পারে সম্পর্কের সেতুবন্ধনও। তবে সেই সেতু নির্মাণের আগে সন্ত্রাসের ধ্বংস জরুরি।
- ভারত-পাকিস্তান ম্যাচে করমর্দন বিতর্কে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সংযত বার্তা। সন্ত্রাস থামুক, খেলা চলুক—এটাই তাঁর স্পষ্ট অবস্থান।