শীর্ষ আদালতের হুঁশিয়ারি! বেআইনি হলে বাতিল হবে বিহারের SIR

বিহারের ভোটার তালিকা সংশোধনে বেআইনি পদ্ধতি প্রয়োগ হলে গোটা SIR বাতিলের হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট। আগামী ৭ অক্টোবর ফের শুনানি।

নয়াদিল্লি: বিহারের বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় যদি কোনও বেআইনি পদ্ধতি প্রয়োগ হয়, তাহলে গোটা সংশোধিত ভোটার তালিকা বাতিল করে দেওয়া হবে, সোমবার সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়ে দিল বড় কথা।

বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ নির্বাচন কমিশনকে কড়া ভাষায় সতর্ক করে জানায়, সংবিধান স্বীকৃত সংস্থা হিসেবে কমিশনের উচিত আইন মেনে চলা।

সম্প্রতি বিহারের খসড়া ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ নাম বাদ যাওয়ায় বিতর্কের সূত্রপাত। বিরোধীরা অভিযোগ করেছে, বাদ পড়াদের মধ্যে বহু বৈধ ভোটার রয়েছেন। কমিশন প্রথমে তালিকা প্রকাশ না করলেও, পরে আদালতের নির্দেশে তা প্রকাশ করে।

আধার কার্ডকে ১২তম প্রামাণ্য নথি হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত, যদিও নাগরিকত্বের প্রমাণ হিসেবে নয়। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৭ অক্টোবর।

About The Author