IND vs PAK: তিন স্পিনারের দাপটে বিপর্যস্ত পাকিস্তান! ভারতের টার্গেট ১২৮

দুবাইয়ের উত্তপ্ত সন্ধ্যায় ভারত-পাকিস্তান মহারণে স্পিনের ঘূর্ণিতে ছিন্নভিন্ন হয়ে গেল পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। শুরুতেই হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহের সুইংয়ে ধাক্কা খায় পাকিস্তান। মাত্র ছয় রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা।

এরপর কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন ওপেনার শাহিবজাদা ফারহান ও অভিজ্ঞ ফকহার জামান। ফারহান করেন ৪০ রান, কিন্তু অন্য প্রান্তে উইকেট পড়তে থাকে নিয়মিত।

ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভারতের তিন স্পিনার—কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও অক্ষর পটেল। কুলদীপের গুগলিতে বিভ্রান্ত হয়ে একের পর এক ব্যাটার সাজঘরে ফেরেন। তিনি নেন ৩ উইকেট, বরুণ ও অক্ষরও চাপ বজায় রাখেন।

শেষ দিকে শাহিন আফ্রিদি ১৬ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেললেও তা পাকিস্তানকে সম্মানজনক স্কোরে পৌঁছনোর জন্য যথেষ্ট ছিল না।

২০ ওভারে পাকিস্তান তোলে মাত্র ১২৭ রান। ভারতের সামনে জয়ের লক্ষ্য ১২৮। ব্যাটিং সহায়ক উইকেটে এই লক্ষ্য তাড়া করা ভারতের কাছে তুলনামূলকভাবে সহজ বলেই মনে করা হচ্ছে।

About The Author