১৪০ কোটি ভারতীয়ের তরফ থেকে সুশীলাজিকে অভিনন্দন: মোদী

ইম্ফল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ইম্ফলের কাংলা ফোর্টে ভাষণ দিতে গিয়ে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানান। এটি ছিল ২০২৩ সালের জাতিগত সহিংসতার পর তাঁর প্রথম মণিপুর সফর। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পর নেপালে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, যেখানে ৭৩ বছর বয়সী প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

মোদি তাঁর বক্তব্যে নেপালকে “ঘনিষ্ঠ বন্ধু” বলে উল্লেখ করেন এবং বলেন, “আমরা ইতিহাস ও বিশ্বাসের মাধ্যমে যুক্ত, এবং একসাথে অগ্রসর হচ্ছি।” তিনি আরও বলেন, “১৪০ কোটি ভারতীয়ের পক্ষ থেকে আমি সুশীলা কার্কিকে অভিনন্দন জানাই। আমি নিশ্চিত, তিনি নেপালে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথ প্রশস্ত করবেন।” মোদি তাঁর নেতৃত্বকে নারী ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন।

তিনি নেপালের সাম্প্রতিক গণআন্দোলনের প্রশংসা করে বলেন, “গত কয়েক দিনে নেপালের তরুণদের রাস্তাঘাট পরিষ্কার করতে দেখা গেছে—এটা নেপালের পুনর্জাগরণের ইঙ্গিত।” তাঁর এই মন্তব্য নেপালের গণতান্ত্রিক চেতনা ও ভবিষ্যতের প্রতি শুভেচ্ছা জানিয়ে শেষ হয়।

About The Author