মধ্যরাতে কে এই রহস্যময় লম্বা মানুষ? ছবি দেখে আতঙ্কে এলাকাবাসী

নবাবগঞ্জে মধ্যরাতে দেখা গেল এক অস্বাভাবিক লম্বা মানুষের ছায়া। ঘটনাকে ঘিরে আতঙ্কে এলাকাবাসী, চলছে নানারকমের জল্পনা।

মালদা: পুরাতন মালদার নবাবগঞ্জের জোড়া কালিস্থান এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে দেখা গেল এক অস্বাভাবিক লম্বা মানুষকে। রাত প্রায় পোনে বারোটার সময় ফাঁকা রাস্তায় ধীর পায়ে অন্ধকার ভেদ করে এগোচ্ছিল সে।

এক সাহসী যুবক দূর থেকে মোবাইলে ব্যক্তিটির পেছনের ছবি তুলতে সক্ষম হন। শুক্রবার সকাল দশটা নাগাদ সেই ছবি ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শুরু হয় চাঞ্চল্য।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এত উঁচু মানুষ তাঁরা আগে কখনও দেখেননি। কেউ বলছেন অচেনা পথচারী, কেউ আবার অলৌকিক আবির্ভাবের সঙ্গে তুলনা করছেন। পুরনো লোককথার ছায়াও পড়েছে এই ঘটনার উপর।

পুলিশের কাছে এখনও কোনও অনুসন্ধান, অভিযোগ জমা পড়েনি, তবে আতঙ্ক ও কৌতূহল ক্রমশ বাড়ছে। কে তিনি? কোথা থেকে এলেন?—এই প্রশ্নের উত্তর খুঁজছে গোটা নবাবগঞ্জ।

About The Author