এক ফ্রেমে প্রাক্তন-বর্তমান উপররাষ্ট্রপতি, শপথে উপস্থিত সস্ত্রীক ধনখড়

নয়াদিল্লি: রাষ্ট্রপতি ভবনের রাজসিক প্রাঙ্গণে শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে শপথবাক্য পাঠ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী-সহ কেন্দ্রীয় নেতৃত্বের একাধিক মুখ। তবে নজর কাড়ল এক অন্য দৃশ্য—শপথগ্রহণের মুহূর্তে দর্শক আসনে বসে ছিলেন সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, সঙ্গে তাঁর স্ত্রী।

বাদল অধিবেশনের প্রথম দিনেই পদত্যাগ করেছিলেন ধনখড়। এরপর এই প্রথমবার জনসমক্ষে দেখা গেল তাঁকে। সাদা পাঞ্জাবি-পাজামা ও কালো কোটে সজ্জিত ধনখড়, পাশে স্ত্রী, দু’জনেই ছিলেন শান্ত, সংযত। একদিকে শপথ নিচ্ছেন রাধাকৃষ্ণন, অন্যদিকে দর্শক আসনে বসে সেই দৃশ্য প্রত্যক্ষ করছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি—এই ফ্রেম যেন সময়ের সাক্ষী।

উল্লেখ্য, চলতি সপ্তাহেই পুরনো সংসদের সংবিধান ভবনে অনুষ্ঠিত হয় উপরাষ্ট্রপতি নির্বাচন। গোপন ব্যালটে ৪৫২ ভোট পেয়ে জয়ী হন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। ‘ইন্ডিয়া’ জোটের বি সুদর্শন রেড্ডিকে হারিয়ে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হলেন তিনি।

About The Author