‘ন্যানো বানানা’—নামটা শুনেই চমকে উঠছেন? এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে গুগল জেমিনির নতুন AI ফিচার, যার মাধ্যমে একটি সাধারণ ছবি থেকেই তৈরি হচ্ছে বাস্তবসম্মত 3D ফিগারিন।
গুগল জেমিনির ‘ন্যানো বানানা’ ট্রেন্ডে ছবি থেকেই তৈরি হচ্ছে বাস্তবসম্মত 3D ফিগার। ভারতে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা, মুখ্যমন্ত্রীও শেয়ার করেছেন নিজের ভার্চুয়াল ফিগার।
ব্যবহারকারীরা নিজেদের, সেলিব্রিটি বা পোষ্যদের ছবি আপলোড করে একটি নির্দিষ্ট প্রম্পট ব্যবহার করে তৈরি করছেন ছোট্ট, অ্যাক্রিলিক বেসে বসানো ফিগার, যা দেখতে একেবারে কমার্শিয়াল কালেক্টিবলের মতো।
এই ফিচারটি সম্পূর্ণ বিনামূল্যে এবং কোনো টেকনিক্যাল দক্ষতা ছাড়াই ব্যবহার করা যাচ্ছে। ভারতে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই ট্রেন্ড জনপ্রিয়তা পেয়েছে। এমনকি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও নিজের ফিগার শেয়ার করেছেন, যা দেখে অনেকেই উৎসাহিত হয়েছেন।
একটি ছবি, একটি AI প্রম্পট, আর কয়েক সেকেন্ডের অপেক্ষা—এই দিয়েই তৈরি হচ্ছে ডিজিটাল যুগের নতুন খেলনা।
- একটা ছবি দিলেই তৈরি হবে আপনার ছোট্ট 3D ভার্চুয়াল ফিগার! গুগল জেমিনির ‘ন্যানো বানানা’ ট্রেন্ডে এখন সবাই নিজের ডিজিটাল মডেল বানাচ্ছে—আপনি ট্রাই করেছেন?

