বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ’র বিরুদ্ধে শ্লীলতাহানির মামলায় আদালতের নির্দেশ অমান্য করার দায়ে মাত্র ১০০ টাকা জরিমানা ধার্য করেছে আদালত। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিলের দায়ের করা মামলায় পৃথ্বী শ বারবার সমন পাওয়ার পরেও আদালতে হাজির না হওয়ায় এই প্রতীকী জরিমানা করা হয়।
২০২৩ সালে মুম্বইয়ে ঘটে যাওয়া এক ঘটনার সূত্র ধরে পৃথ্বীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন স্বপ্না। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সেলফির আবেদনের পর বচসা হয় পৃথ্বী ও স্বপ্নার মধ্যে। পরে পৃথ্বীর বন্ধু আশিষ যাদবের গাড়ির কাঁচ ভাঙার দৃশ্যও উঠে আসে। স্বপ্না ও তাঁর সহযোগীরা পৃথ্বীর উপর চড়াও হন বলে অভিযোগ।
এই ঘটনায় স্বপ্না গিল সহ কয়েকজনকে গ্রেফতার করা হয় এবং তিনদিন পুলিশি হেফাজতে থাকার পর জামিনে মুক্তি পান তিনি। পরে পৃথ্বীর বিরুদ্ধে পাল্টা শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন স্বপ্না। আদালত সরাসরি FIR না করে পুলিশের প্রাথমিক তদন্তের নির্দেশ দেয়। পৃথ্বী শ আদালতের নোটিশের জবাব না দেওয়ায় আদালত তাঁকে ফের সুযোগ দিলেও জরিমানা হিসেবে ১০০ টাকা ধার্য করে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৬ ডিসেম্বর, ২০২৫।