নেপালে অস্থিরতা, সীমান্তে সতর্কতা! যাতায়াত সংক্রান্ত নির্দেশিকা জারি ভারত সরকারের

নয়াদিল্লি: নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং ছাত্র-যুব আন্দোলনের জেরে ভারত সরকার মঙ্গলবার একটি জরুরি নির্দেশিকা জারি করেছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় ভারতীয় নাগরিকদের জন্য সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভারতীয় নাগরিকদের নেপালে যাতায়াত আপাতত স্থগিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা ইতিমধ্যে নেপালে অবস্থান করছেন, তাঁদের নিজ নিজ বাসস্থানে নিরাপদে থাকার এবং রাস্তায় না বেরোনোর অনুরোধ জানানো হয়েছে”।

নেপালের রাজধানী কাঠমান্ডু ও অন্যান্য শহরে কার্ফু জারি রয়েছে। আন্দোলনকারীরা সংসদ ভবন, প্রেসিডেন্টের বাসভবন এবং একাধিক মন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে। পুলিশের গুলিতে অন্তত ১৯ জন তরুণের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন শতাধিক।

ভারত সরকার জানিয়েছে, নেপালকে “ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী” হিসেবে গণ্য করে তারা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়। পররাষ্ট্র মন্ত্রণালয় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

নেপালে অবস্থানরত ভারতীয় নাগরিকদের জন্য জরুরি সহায়তা হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে: +977–9808602881 (WhatsApp-enabled), +977–9810326134 (WhatsApp-enabled)

এদিকে, Air India, IndiGo এবং Nepal Airlines তাদের কাঠমান্ডুগামী সমস্ত ফ্লাইট বাতিল করেছে।

About The Author