রাজগীর স্টেডিয়ামে রোববার সন্ধ্যায় ইতিহাস গড়ল ভারতীয় হকি দল। এশিয়া কাপ হকির ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে চতুর্থবারের মতো ট্রফি জিতে নিল তারা। ম্যাচের নায়ক দিলপ্রীত সিংহ, যিনি জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন। বাকি দুটি গোল করেন সুখজিৎ সিংহ ও অমিত রোহিদাস।
খেলার শুরু থেকেই ভারতীয় দল আক্রমণাত্মক মনোভাব নিয়ে মাঠে নামে। মাত্র ৩১ সেকেন্ডের মাথায় সুখজিৎ সিংহের রিভার্স হিটে প্রথম গোল আসে। এরপর কোরিয়ার রক্ষণ ভেদ করে একের পর এক আক্রমণ চালিয়ে যায় ভারত। দ্বিতীয় কোয়ার্টারে সঞ্জয়ের পাস থেকে দিলপ্রীতের নিখুঁত শটে ব্যবধান বাড়ে। তৃতীয় কোয়ার্টারে অধিনায়ক হরমনপ্রীতের পাস থেকে আবারও গোল করেন দিলপ্রীত। চতুর্থ গোলটি আসে পেনাল্টি কর্নার থেকে, যেখানে অমিত রোহিদাস চমৎকার শটে বল জড়ান জালে।
দক্ষিণ কোরিয়া একটি গোল শোধ করলেও ভারতের রক্ষণ এতটাই শক্তিশালী ছিল যে তারা আর কোনও সুযোগ কাজে লাগাতে পারেনি। এই জয়ের ফলে ভারত হকি বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করে নেয় এবং বিশ্বের চতুর্থ দল হিসেবে প্রতিটি বিশ্বকাপে অংশগ্রহণের রেকর্ড ধরে রাখে।