নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী আদালতে আত্মসমর্পণ, ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন

কলকাতা: রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে ইডি আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। শনিবার আদালতে হাজির হয়ে তিনি ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান। তবে আদালতের নির্দেশ, মামলার পরবর্তী শুনানির আগে তিনি বোলপুরের বাইরে যেতে পারবেন না।

ইডি সূত্রে খবর, তদন্তে নেমে প্রাক্তন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের বাড়ি থেকে ১০০ জন চাকরিপ্রার্থীর একটি তালিকা উদ্ধার হয়। জেরায় কুন্তল দাবি করেন, তালিকাটি পাঠিয়েছিলেন চন্দ্রনাথ। ইডির দাবি, চন্দ্রনাথ সাক্ষীদের প্রভাবিত করছেন।

এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বলেন, “উনি জামিন পেয়েছেন, এটা তো ভাল জিনিস।” তবে ইডির অভিযোগ নিয়ে মন্তব্য এড়িয়ে যান। অন্যদিকে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেন, “কারামন্ত্রীকে যদি আদালতে আত্মসমর্পণ করতে হয়, সেটা তো বাংলা ও বাঙালির জন্য লজ্জার।”

চাকরির দুর্নীতির অভিযোগে রাজ্য সরকারের ভাবমূর্তি ফের প্রশ্নের মুখে। ইডির চার্জশিটে উঠে এসেছে, কলকাতা ও বেহালার বাইরেও জেলায় জেলায় ছড়িয়ে পড়েছিল ‘চাকরির দোকান’।

About The Author