কলকাতা: তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে মানহানির অভিযোগে ১০০ কোটি টাকার মামলা করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
কলকাতা হাই কোর্টে দায়ের হওয়া এই মামলায় মিঠুনের দাবি, কুণালের একাধিক মন্তব্য তাঁর ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ণ করেছে।
কুণাল ঘোষ সম্প্রতি দাবি করেন, মিঠুন চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত ছিলেন। এমনকি তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তোলেন তিনি।
মিঠুনের বক্তব্য, এই মন্তব্যগুলি “অসত্য, কুরুচিকর এবং উদ্দেশ্যমূলক”—যা তাঁর দীর্ঘদিনের কর্মজীবন ও সামাজিক মর্যাদাকে আঘাত করেছে।
মিঠুন এর আগে কুণালকে আইনি নোটিস পাঠালেও সন্তুষ্ট না হয়ে এবার সরাসরি মামলা করলেন। মামলায় তিনি সর্বোচ্চ কোর্ট ফি ৫০ হাজার টাকা জমা দিয়েছেন।
অন্যদিকে কুণাল পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, “যাঁর মান থাকে, তিনি কি এত বার দলবদল করেন! কোর্টে দেখা হবে।”
তিনি নিজেও মিঠুনের বিরুদ্ধে মামলা করেছেন এবং দাবি করেছেন, “চার-পাঁচটি চিটফান্ডের সঙ্গে ওঁর কী সংযোগ ছিল, সেটা আমি কোর্টে বলব।”
এই মামলার শুনানি আগামী সপ্তাহে হতে পারে বলে জানা গেছে। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তীব্র আলোড়ন শুরু হয়েছে।

