সিগারেট-জর্দা-গুটখা সহ নেশাসামগ্রীতে ৪০% কর বৃদ্ধির প্রস্তাব, বিড়িতে ছাড়!

নয়াদিল্লি: নেশাজাত পণ্যের উপর কঠোর অবস্থান নিচ্ছে কেন্দ্র। জিএসটি কাউন্সিল সম্প্রতি সিগারেট, গুটখা, জর্দা, চিউইং টোব্যাকো, পান মসলা ইত্যাদি পণ্যে ৪০% পর্যন্ত কর হার অনুমোদন করেছে। যদিও এই হার এখনই কার্যকর হচ্ছে না, এটি ভবিষ্যতের জন্য একটি স্পষ্ট বার্তা।

বর্তমানে এই পণ্যগুলোর উপর ২৮% জিএসটি ও ক্ষতিপূরণ সেস রয়েছে। সরকার জানিয়েছে, এই সেস চালু থাকবে যতদিন না কেন্দ্রীয় ঋণ ও সুদ পুরোপুরি শোধ হয়।

তবে বিড়ির ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিড়ির উপর কর ২৮% থেকে কমিয়ে ১৮% করা হয়েছে, কারণ এই শিল্পে যুক্ত প্রায় ৫০ লক্ষ শ্রমিকের অধিকাংশই গ্রামীণ ও নারী শ্রমিক।

  • জিএসটি কাউন্সিল নেশাজাত পণ্যে ৪০% কর হার অনুমোদন করেছে, যদিও তা এখনই কার্যকর নয়। বিড়িতে কর কমেছে ২৮% থেকে ১৮%-এ। শ্রমজীবীদের স্বার্থে এইক্ষেত্রে ব্যতিক্রম।

About The Author