ভূমিধসে নিশ্চিহ্ন পুরো গ্রাম, বেঁচে রইলেন মাত্র একজন! মর্মান্তিক ঘটনা সুদানে

সুদানের জেবেল মারার পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিধসে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেল তারসিন গ্রাম।

সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি (SLM/A)-র দাবি, এই বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১,০০০ জন। বেঁচে আছেন মাত্র একজন।

টানা বৃষ্টির জেরে ভূমিধসের ঘটনা ঘটে, যা গ্রামটিকে সম্পূর্ণভাবে মাটির নিচে চাপা দেয়। মৃতদের মধ্যে রয়েছেন বহু নারী, শিশু ও প্রবীণ। দুর্গম পাহাড়ি পথের কারণে উদ্ধারকাজে বাধা সৃষ্টি হচ্ছে। SLM/A জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে জরুরি সাহায্যের আবেদন জানিয়েছে।

গ্রামটি আগে সাইট্রাস উৎপাদনের জন্য পরিচিত ছিল। এখন শুধুই ধ্বংসস্তূপ। প্রতিবেশী গ্রামগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ টানা বৃষ্টিতে আরও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

জাতিসংঘের স্থানীয় প্রতিনিধির মতে, মৃতের সংখ্যা ৩০০ থেকে ১,০০০-এর মধ্যে হতে পারে। দুর্গত এলাকায় পৌঁছনো যাচ্ছে না গাড়িতে—শুধু পায়ে হাঁটা বা গাধার পিঠে যাত্রা সম্ভব।

SLM/A জানিয়েছে, তারা সুদানের গৃহযুদ্ধে নিরপেক্ষ অবস্থানে রয়েছে। তবে এই দুর্যোগে তারা RSF ও সেনা—উভয় পক্ষের কাছেই সাহায্যের আবেদন জানিয়েছে।

About The Author