“আমেরিকা না থাকলে পৃথিবী মরে যেত”—ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য ঘিরে তোলপাড় আন্তর্জাতিক মহলে! ভারতকে ‘অত্যধিক শুল্ক আরোপকারী’ বলেও কটাক্ষ করলেন। এমনকি ফের দাবি করলেন, ভারত-পাকিস্তানের সম্ভাব্য পারমাণবিক যুদ্ধও তিনি থামিয়েছেন!
মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, তাঁর প্রথম মেয়াদে আমেরিকার অর্থনীতি ছিল ‘সবচেয়ে গরম’ এবং ‘সেরা’। বর্তমান বাইডেন প্রশাসনের আমলে তা নাকি ‘ধ্বংসের পথে’।
ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্ক নিয়েও তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তাঁর অভিযোগ, ভারত ‘বিশ্বের অন্যতম উচ্চ’ শুল্ক আরোপ করে, অথচ আমেরিকার বাজারে ভারতীয় পণ্য প্রবেশ করে প্রায় বাধাহীনভাবে।
উদাহরণ হিসেবে হার্লি-ডেভিডসনের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। এছাড়া, ট্রাম্প দাবি করেন, তাঁর নেতৃত্বে সাতটি যুদ্ধের সমাধান হয়েছিল, যার মধ্যে একটি ছিল ভারত-পাকিস্তানের সম্ভাব্য পারমাণবিক সংঘাত।
তাঁর কথায়, “ছয়-সাতটি বিমান গুলি করে নামানো হয়েছিল। পরিস্থিতি ছিল ভয়াবহ। আমরা তা থামিয়েছিলাম।” এই মন্তব্যগুলি এমন সময় এল, যখন ভারত-আমেরিকা সম্পর্ক শুল্ক ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।

