শিলিগুড়ি: আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর উত্তরবঙ্গ সফরে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভাব্য গন্তব্য জলপাইগুড়ি ও শিলিগুড়ি। ইতিমধ্যেই প্রশাসনিক মহলে প্রস্তুতি শুরু হয়েছে।
জলপাইগুড়ি শহরের এবিপিসি মাঠ ও শিলিগুড়ির ফুলবাড়ির একটি মাঠ পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও পুরসভার প্রতিনিধিরা। জলপাইগুড়ি শহরে প্রশাসনিক বৈঠক ও সরকারি অনুষ্ঠানে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী। যদিও সাংগঠনিক বৈঠক হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
তৃণমূলের জেলা নেতৃত্বও প্রস্তুতি শুরু করেছে। জলপাইগুড়ি শহরের কল্যাণ চক্রবর্তী ভবনে টাউন ব্লক সভাপতি সহ ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে বৈঠক হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সফর নিয়ে জেলা শাসকের দপ্তরে বৈঠকও হয়েছে।

