“ভারতের সঙ্গে আপনার সম্পর্ক ঠিকাছে, আমাদের সঙ্গেও করুন”—পুতিনকে বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
চিনের বেজিং-এ অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সেই বৈঠকে শরিফ বলেন, “রাশিয়া-ভারতের সম্পর্ক আমরা সম্মান করি, সেটা ঠিকাছে। তবে আমরা চাই, আমাদের সঙ্গেও সম্পর্ক দৃঢ় হোক।”
তিনি আরও বলেন, “এই সম্পর্কগুলো পরস্পর পরিপূরক হবে এবং গোটা অঞ্চলের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য সহায়ক হবে।” শরিফ পুতিনকে “একজন গতিশীল নেতা” বলেও প্রশংসা করেন এবং তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন রাশিয়া ও ভারত দীর্ঘদিনের কৌশলগত অংশীদার, এবং পাকিস্তানও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। বৈঠকের পর দুই নেতা চিনের সামরিক কুচকাওয়াজে অংশ নেন। এর আগে SCO সম্মেলনে শরিফকে পুতিনের সঙ্গে করমর্দনের জন্য তৎপর হতে দেখা যায়।