স্বামীর হাতে স্ত্রী খুন! গজলডোবার লামাপাড়ায় সন্ধ্যা রাতে রক্তারক্তি কাণ্ড

জলপাইগুড়ি: সন্ধ্যারাতে ঘটে গেল এক মর্মান্তিক হত্যাকাণ্ড! স্বামীর হাতে খুন স্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার গাজোলডোবা লামাপাড়ায় ঘটল এই কাণ্ড।

প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের পারিবারিক কলহ থেকেই এই ঘটনা। অভিযোগ, স্বামী কুড়ালের আঘাতে স্ত্রীকে হত্যা করেন। ক্রান্তি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৪০ বছর বয়সী বিমলা বাউলি নিজের শোবার ঘরে রক্তাক্ত অবস্থায় মৃত অবস্থায় পাওয়া যান। পুলিশি তদন্তে উঠে এসেছে, তাঁকে তাঁর স্বামী রামপ্রসাদ বাউলি গলায় একাধিকবার ছুরি জাতীয় ধারালো বস্তু দিয়ে কোপ মেরে হত্যা করেন।

দাম্পত্য জীবনের ২৩ বছরেরও বেশি সময় পেরিয়ে যাওয়া এই দম্পতির তিন সন্তান রয়েছে—দুই কন্যা ও এক পুত্র। স্থানীয়দের দাবি, তাঁদের মধ্যে কোনও প্রকাশ্য বিবাদ ছিল না।

আজ দুপুর ১টা থেকে ২টার মধ্যে খুনের ঘটনা ঘটে বলে অনুমান। বিকেল ৩টা নাগাদ অভিযুক্তকে কীটনাশক হাতে এলাকা ছাড়তে দেখেন প্রত্যক্ষদর্শীরা। সন্ধ্যা ৫.৩০টা নাগাদ অভিযুক্তের বাবা ঘরে আলো জ্বালাতে গিয়ে পুত্রবধূকে রক্তের সাগরে পড়ে থাকতে দেখেন। সেই দৃশ্য দেখে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে বাড়িতেই চিকিৎসাধীন।

পুলিশ ঘটনাস্থল থেকে রক্তের নমুনা সংগ্রহ করেছে এবং মৃতদেহ পাঠানো হয়েছে মাল হাসপাতালে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। জেলা পুলিশ সুপার ভিডিও শেয়ার না করার অনুরোধ জানিয়েছেন, যাতে তদন্তে কোনও বিঘ্ন না ঘটে।

About The Author