কলকাতা: ভিনরাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগ নিয়ে বিধানসভায় চলছিল আলোচনা। সেই সময় মেয়ো রোডে সেনার ভূমিকা নিয়ে প্রসঙ্গ উঠতেই উত্তেজনা ছড়ায়। সেনার পক্ষে স্লোগান দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী—“ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ”। এরপরই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে সাসপেন্ড করেন। প্রতিবাদে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।
সোমবার মেয়ো রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ সেনা খুলে দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে যান এবং অভিযোগ করেন, সেনাকে ব্যবহার করে বিজেপি এই কাজ করিয়েছে। সেনার তরফে জানানো হয়, অনুমোদনের সময়সীমা পেরিয়ে যাওয়ায় মঞ্চ সরানো হয়েছে।
বিষয়টি তুলনা টেনে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, “১৯৭১-এর ২৫ মার্চ পাকিস্তান আর্মির মতো আচরণ।” ফিরহাদ হাকিমও বিজেপিকে বাংলা-বিরোধী বলে তোপ দাগেন। শুভেন্দু অধিকারী বলেন, “সেনার পক্ষে কথা বলার জন্য আমাকে সাসপেন্ড করা হয়েছে। আমি গর্বিত।”

