রাতের অন্ধকারে জন্মদিন! ধূপগুড়িতে বিবাহিত যুগল ধরা পড়ল গ্রামবাসীর হাতে

জলপাইগুড়ি: বন্ধু পত্নিকে নিয়ে রাতের অন্ধকারে বার্থডে সেলিব্রেশনের দাবি, বিবাহিত যুবক-যুবতীকে ঘিরে ধরলেন গ্রামবাসীরা। প্রশ্ন, রাতের অন্ধকারে নির্জন জায়গায় কেউ জন্মদিন পালন করে? পর সামনে এল ঘটনা, যুবতী বললেন, তিনি ওই যুবককে ভালো বাসেন।

নজরে ফের ধুপগুড়ি। অভিযোগ, সোমবার রাতে নির্জন গ্রামীণ রাস্তায় যুবক-যুবতীকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ জাগে স্থানীয়দের। এগিয়ে যেতেই যুবক পালানোর চেষ্টা করলে ধানক্ষেতে বাইক নিয়ে পড়ে যান। প্রথমে নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিলেও পরিচয়পত্র দেখতে চাইলে ভয় পেয়ে যান। হল্লা শুনে ঘটনাস্থলে পৌঁছান যুবতীর স্বামী। তিনি অভিযুক্ত যুবককে মারধর শুরু করলে গ্রামবাসীরা হস্তক্ষেপ করে। যুবতী জানান, তিনি ওই যুবককে ভালোবাসেন। যুবক দাবি করেন, জন্মদিন পালন করতেই এসেছিলেন।

ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার পিংক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবতীর স্বামী সহ তিনজনকে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, সন্ধ্যা নামলেই এই ধরনের ‘পরকীয়ার ছবি’ দেখা যায়, যা গ্রামের পরিবেশকে নষ্ট করছে। তাঁরা পুলিশের হস্তক্ষেপ দাবি করেছেন।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

About The Author