উত্তরাখণ্ডে টানা বৃষ্টির জেরে ফের প্রাণঘাতী ধস। কেদারনাথ যাওয়ার পথে ধসে চলন্ত গাড়িতে পাথর পড়ে মৃত্যু দুই তীর্থযাত্রীর। আহত ছ’জন, উত্তরাখণ্ডে টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়ি অঞ্চল।
সোমবার সকাল ৭টা নাগাদ রুদ্রপ্রয়াগ জেলার মানকাটিয়া এলাকায় কেদারনাথ জাতীয় সড়কে চলন্ত একটি গাড়ির উপর বিশাল বোল্ডার গড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই তীর্থযাত্রীর—রিতা (৩০) ও চন্দ্র সিংহ (৬৮), দু’জনেই উত্তরকাশীর বারকোটের বাসিন্দা।
আহত হয়েছেন আরও ছ’জন, যাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নাম—মোহিত চৌহান, নবীন সিংহ রাওয়াত, প্রতিভা, মমতা, রাজেশ্বরী ও পঙ্কজ। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত কয়েক দিন ধরেই উত্তরাখণ্ডে লাগাতার বৃষ্টিপাত চলছে। ধস, বন্যা ও হড়পা বান মিলিয়ে রাজ্যে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে, তবে তীর্থযাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।