চিনের মঞ্চ থেকে তিন বার্তা! বিশ্বকে নিজের অবস্থান জানালেন মোদী

নয়াদিল্লি: তিয়ানজিনে SCO সম্মেলনের মঞ্চে একাধিক বার্তা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক গাড়িতে সফর, অন্যদিকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উষ্ণ আলিঙ্গন—এই দৃশ্যপট ছিল কূটনৈতিক থিয়েটারের অংশ।

যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি মোদীর বার্তা ছিল স্পষ্ট—ভারত কেবল আমেরিকার অনুমোদনের উপর নির্ভরশীল নয়। রাশিয়া ও চিনের সঙ্গে দৃঢ় সম্পর্কের ইঙ্গিত দিয়ে মোদী বুঝিয়ে দিলেন, ভারত নিজের শর্তে কূটনীতি চালায়।

পাকিস্তানের উদ্দেশে মোদীর বার্তা ছিল আরও কঠোর। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতে মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেন। SCO-র তরফে পহেলগাঁও হামলার নিন্দা এবং দ্বৈত মানদণ্ডের বিরোধিতা ভারতের কূটনৈতিক জয় হিসেবেই দেখা হচ্ছে।

চিনের প্রতি মোদীর বার্তা ছিল সূক্ষ্ম অথচ দৃঢ়। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের নাম না করে তিনি বলেন, “যে সংযোগ সার্বভৌমত্বকে উপেক্ষা করে, তা বিশ্বাসযোগ্যতা হারায়।” পাকিস্তান অধিকৃত কাশ্মীর দিয়ে চিন-পাকিস্তান করিডরের বিরোধিতার ইঙ্গিত ছিল স্পষ্ট।

চাবাহার বন্দর ও আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ করিডরের কথা তুলে ধরে মোদী জানালেন, ভারতের সংযোগ প্রকল্পগুলি বিশ্বাস, উন্নয়ন ও সার্বভৌমত্বের ভিত্তিতে গড়ে উঠেছে।

এই তিনটি বার্তা—যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও চিনকে উদ্দেশ করে—ভারতের কূটনৈতিক অবস্থানকে নতুন মাত্রা দিল। মোদী বুঝিয়ে দিলেন, ভারত এখন আর কোনও শক্তির ছায়ায় নয় বরং নিজস্ব কৌশলে বিশ্বমঞ্চে এগিয়ে চলেছে।

About The Author