পরীক্ষার আগে হাই কোর্টে মামলা ‘দাগি’ শিক্ষকদের, ফের উত্তাল SSC বিতর্ক

কলকাতা: SSC পরীক্ষার ঠিক আগে ফের উত্তাল রাজ্যের শিক্ষক নিয়োগ বিতর্ক। প্রায় ৩৫০ জন দাগি শিক্ষক কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন পরীক্ষায় বসার অনুমতি চেয়ে।

তাঁদের দাবি, ডিভিশন বেঞ্চ তাঁদের দাগি হিসেবে চিহ্নিত করেনি, অথচ SSC-র তালিকায় নাম উঠে যাওয়ায় তাঁরা পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত।

শনিবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর SSC প্রকাশ করে ১,৮০৬ জন দাগি শিক্ষকের তালিকা। পাশাপাশি জানায়, ১,৪০০ জন পুনরায় পরীক্ষার আবেদন করলেও তাঁদের অ্যাডমিট বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছেন শিক্ষকরা।

আইনজীবী অনিন্দ্য লাহিড়ীর মাধ্যমে মামলাটি গৃহীত হয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে শুনানি। মামলাকারীদের দাবি, SSC সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দাগিদের শ্রেণিবিন্যাস করেনি, ফলে অনেকেই অন্যায়ভাবে বাদ পড়েছেন।

এদিকে ফিরদৌস শামিম জানিয়েছেন, SSC-র তালিকা অসম্পূর্ণ। তাঁর দাবি, ২০১৬ সালের মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকেও বেআইনি নিয়োগ হয়েছে। ফলে বিতর্ক আরও ঘনীভূত হচ্ছে।

SSC পরীক্ষা ঘিরে ফের বিতর্ক! দাগি তালিকায় নাম, অথচ তাঁরা ‘দাগি’ নন—এই দাবি নিয়েই হাইকোর্টে ৩৫০ শিক্ষক। শুনানি শুরু কাল থেকে।

About The Author