টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তান। সিন্ধু অববাহিকার তিন উপনদী—চন্দ্রভাগা, ইরাবতী ও শতদ্রু—একসঙ্গে উপচে পড়েছে, যা স্থানীয় প্রশাসনের মতে, একেবারে বিরল ঘটনা।
এই তিন নদীর জলস্তর বেড়ে যাওয়ায় পঞ্জাব প্রদেশে প্লাবিত হয়েছে ২৩০০-র বেশি গ্রাম। ঘরছাড়া লক্ষাধিক মানুষ।
পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৬ জুন থেকে শুরু হওয়া বর্ষায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৩৫ জনের। শুধু পঞ্জাবেই মৃত ১৯৫ জন।
ত্রাণের জন্য হাহাকার চলছে। ৫০০-র বেশি ত্রাণ শিবির তৈরি হয়েছে, ৮০০-র বেশি নৌকা এবং ১৩০০-র বেশি উদ্ধারকর্মী কাজ করছেন।
ভারতের সীমান্তবর্তী অঞ্চলে জলস্তর বৃদ্ধির সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করেছে ভারতও। জম্মুর উপর দিয়ে প্রবাহিত তওয়াই নদী প্লাবিত হলে পাকিস্তানে তার প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা।
- ৮৩৫ জনের মৃত্যু, ২৩০০-র বেশি গ্রাম জলমগ্ন! উপচে পড়েছে চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু—পাকিস্তানে ভয়াবহ বন্যা